বগুড়ায় উদ্বোধন হলো “সান টেল” এক ছাদের নিচে সব ব্র্যান্ডের স্মার্টফোন

গুড়ার অভিজাত শপিংমল রানার প্লাজায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করল স্মার্ট ডিভাইসের অন্যতম শোরুম “সান টেল”।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করেন সান গ্রুপের চেয়ারম্যান ওয়াহেদুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান টেলের প্রোপাইটর সাইদুল কবির, সান স্মার্ট জোনের প্রোপাইটর ওয়াজেদুল কবির, এবং আনোয়ার হোসেন রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং বগুড়াবাসীর জন্য স্মার্ট প্রযুক্তির নতুন এই উদ্যোগের প্রশংসা করেন।

সান টেলের উদ্যোক্তারা জানান, এখানে দেশের শীর্ষস্থানীয় সকল ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব ও আনুষঙ্গিক ডিভাইস পাওয়া যাবে এক ছাদের নিচে। গ্রাহকদের সুবিধার্থে নগদ ক্রয় ছাড়াও সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ থাকবে। এছাড়া নতুন ও পুরনো ডিভাইস এক্সচেঞ্জ এবং আনুষঙ্গিক এক্সেসরিজেরও ব্যবস্থা রাখা হয়েছে।

সান টেলের প্রোপাইটর সাইদুল কবির বলেন, বগুড়ার মানুষের হাতের নাগালে স্মার্ট প্রযুক্তি পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও বিশ্বস্ত সার্ভিস নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বগুড়া এখন উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তাই আধুনিক স্মার্টফোন ও ডিভাইসের সহজলভ্যতা এ অঞ্চলের তরুণ প্রজন্মকে আরও প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী হতে উৎসাহিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে সান টেলের সফলতা কামনা করেন এবং উপস্থিত গ্রাহকদের জন্য ছিল বিশেষ ছাড় ও উপহার অফার।