অ্যাডভান্টিস ডেভলপমেন্ট এন্ড রিলিফ এজেন্সি স্কুলের উদ্দোগে ছাত্র ছাত্রীদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান

গাজিপুর টুঙ্গী এরশাদনগর অ্যাডভান্টিস ডেভলপমেন্ট এন্ড রিলিফ এজেন্সি স্কুলের উদ্দোগে হতদরিদ্র প্রায় তিনশত ছাত্র ছাত্রীদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠোনে পরিচালনা করেছে নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডা: আবু সুফিয়ান হাসান। সহযোগিতা করেছে অ্যাডরা কোরিয়া,চেক রিপাবলিক, ও পোল্যান্ডের সহযোগিতায় আজ ১৩ নভেম্বর বৃহস্পিতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্টি হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রেইনবো স্কাই গুরুপের চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর নাসিমুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আবু সুফিয়ান হাসান। অনুষ্ঠান টি পরিচালনা করেন- অ্যাডভান্টিস ডেভলপমেন্ট এন্ড রিলিফ এজেন্সি ব্যবস্থাপক মিসেস শাহিনুর বেগম ।
অনুষ্ঠানে-শাহিনুর বেগম বলেন- এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার ছাত্র ছাত্রীদের খাবার-পোষাক পরিচ্ছেদ- বই পুস্তক ,জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা এই প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়ে থাকে। এখানে বে—ে ওঠা প্রতিটি শিশুই দরিদ্র পরিবারের। অধিকাংশই মা-বাবা হীন। নানা-নানীর মাধ্যমে প্রতিষ্ঠানে এসেছে। আমরা তাদের সেবায় নিয়োজিত।
অবসর প্রাপ্ত মেজর নাসিমুল হক বলেন- হতদরিদ্র ও অসহায় সাধারণ মানুষ প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে ।‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার’ এ ধরনের প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে আনন্দিত। আমি আপনাদের পাশে থাকতে চাই।আগামীতে যে কোন প্রয়োজনে আমি আমার পরিবার নিয়ে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
ছাত্র ছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা পরিচালনা করেন-চর্ম ও যৌন-এলার্জি- অ্যাজমা বিশেষজ্ঞ ডা: আবুসফিয়ান হাসান,গাইনি বিশেষজ্ঞ ডা: হিয়া, ডেন্টাল ডা: আকতারুজ্জামান আরাফাত।