জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত বগুড়া জেলা ছাত্রদল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা ও সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সঞ্চালনায় ছিলেন এম আর হাসান পলাশ।

বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত ছাত্রদল ও তাদের লক্ষ্য গর্ব বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়া-৬ (সদর) এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষের বিজয়ে গণজোয়ার সৃষ্টি করা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বগুড়া জেলা ছাত্রদলের আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, “সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের পরামর্শক্রমে বগুড়া জেলা ছাত্রদল নতুন রুপে এবং নতুনভাবে বগুড়ায় সাধারণ জনগণের মাঝে ধানের শীষ প্রতীক নিয়ে সামনে আসবে।”

তিনি উপস্থিত সকলের মনের ভাবকে সমর্থন জানিয়ে বলেন, “বগুড়া জেলা ছাত্রদলের ১৬১ সদস্যের যারা আজকে উপস্থিত রয়েছেন তাদেরকে নিয়েই আমরা একটি টিম গঠন করব। আর যারা আজকে উপস্থিত নেই পর্যায়ক্রমে আলোচনা করে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। সংগঠন করলে অবশ্যই সংগঠনের নিয়মনীতি মেনে চলতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশপ্রেমিক আহ্বান “সবার আগে বাংলাদেশ” বার্তা সকলের সামনে উপস্থাপন করে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ… সবার আগে বাংলাদেশ’ – বাংলাদেশের স্বাধীনতার রক্ষার প্রতীক এই ধানের শীষ মার্কা। এই ধানের শীষ যখন বিজয়ী হবে তখন বাংলাদেশের জনগণ বিজয়ী হবে। এই ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারগুলো বিজয়ী হবে। ধানের শীষের বিজয় হলেই তাদের খুনীদের বিচার করা হবে।”

দীর্ঘ সতেরো বছরে হারিয়ে ফেলা সকল সহযোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছরে অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গুম, খুন এবং অত্যাচার করা হয়েছিল। দীর্ঘ সতেরোটি বছর আন্দোলনের ফলে আজকে যে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই নির্বাচনে আমি আশা রাখব বগুড়া জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে সফল করে দেশনায়ক জনাব তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করবে।”

সকলের ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা যে টিম গড়ে দিব সেই টিম ঐক্যবদ্ধভাবে ১২টি থানা, ১২টি পৌর এবং বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচন করে ঘরে ফিরবেন।
সকলের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি তার বক্তব্য সম্পন্ন করেন।”

ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয় প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন প্রতিটি ইউনিটে নির্বাচনী তৎপরতা এখন দৃশ্যমান। শহরের অলিগলি থেকে শুরু করে ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে ছাত্রদলের কর্মচাঞ্চল্য।
ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পোস্টারিংয়ের মাধ্যমে তরুণ নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন পরিবর্তনের বার্তা নিয়ে। তাদের এই নিরলস প্রচারণায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা ও প্রাণ ফিরে এসেছে বিএনপিপন্থী তরুণ ভোটারদের মধ্যে।

আরও খবর

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত বগুড়া জেলা ছাত্রদল

তিনজন মনোনয়ন প্রত্যাশী একই সভায় অনন্য দৃষ্টান্তে কাহালু নন্দিগ্রাম আসনের ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন মিজান

গাজীপুরে বিএনপি নেতা শওকত সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন, ৫০ কোটি টাকার মানহানির মামলা

ধানের শীষ প্রতীক মনোনয়ন পেলে রাষ্ট্রিয় সকল ভাতা ও বরাদ্দ নিজে ভোগ না করে, জনতার জন্যে ব্যায় করবো- মোয়াজ্জেম হোসেন মিজান

শেরপুরে গোপালপুর ভোট কেন্দ্রের বিএনপি,র নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা

বগুড়া-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন

আরও খবর: রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত বগুড়া জেলা ছাত্রদল

তিনজন মনোনয়ন প্রত্যাশী একই সভায় অনন্য দৃষ্টান্তে কাহালু নন্দিগ্রাম আসনের ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন মিজান

গাজীপুরে বিএনপি নেতা শওকত সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন, ৫০ কোটি টাকার মানহানির মামলা

ধানের শীষ প্রতীক মনোনয়ন পেলে রাষ্ট্রিয় সকল ভাতা ও বরাদ্দ নিজে ভোগ না করে, জনতার জন্যে ব্যায় করবো- মোয়াজ্জেম হোসেন মিজান

শেরপুরে গোপালপুর ভোট কেন্দ্রের বিএনপি,র নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা

বগুড়া-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন