বগুড়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ সভা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের ছয় জেলার ৫২৫ জন সিএইচসিপিদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিষ্ট ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আখতারুজ্জামান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) উপ সচিব মোঃ নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ, পরামর্শক স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, পুষ্টি পরামর্শক মো: ফেরদৌস।

রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধা জেলা থেকে আগত প্রায় ৫২৫ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এই অবহিতকরণ সভায় অংশ নেন। বিপুল সংখ্যক এই প্রভাইডাররা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে সেবার মান বৃদ্ধি, হেলথ প্রভাইডার এবং গ্রামীণ জনগণের প্রশিক্ষণ প্রদান, ঔষধ সরবরাহ বৃদ্ধি সহ কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সেবার গুণগত মান নিশ্চিত করে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে জোর দেন।
প্রধান অতিথি ড. জিয়া উদ্দিন হায়দার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সেবার মান ধরে রাখতে কর্মীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।