বগুড়ার শেরপুরে ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার।

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলায় জনৈক একজনের বাসায় গত তিন চার মাস আগে অর্ধনগ্ন ছবির ভয় ভীতি দেখিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করিতে থাকে।

মামলার পরে গত ১০ নভেম্বর সোমবার সন্ধায় ধর্ষণকারী কে ধুনট মোর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট ২৫ তারিখে শেরপুর থানাধীর শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলার গেট জনৈক এর ভাড়াকৃত বাসার মধ্যে ভিডিও ক্লিপ ডিলিট করার কথা বলে ধর্ষণ করে।

ভিকটিম আসামীকে বিষয়টি আইনগত ব্যবস্থায় যাইবে বলিলে আসামী সুলতান বাদশা অর্ধনগ্ন ভিডিও ক্লিপ গুলো ০২ নং বিবাদীর জামাইয়ের মোবাইলে স্থানান্তর করলে, তার সাথে শ্বাশুড়ি ও তার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকার কারনে, তার জামাই সেই ভিডিও ক্লিপ গুলো ভিকটিমের পরিচিত লোকজনকে দেখাইলে, ভিকটিম মান সন্মানের ভয়ে নিজে শেরপুর থানা এসে এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান বাদশা (৩৩),পিতা- মোঃ আসাদুল, সাং- চক মুকুন্দ,থানা- শেরপুর, জেলা – বগুড়া পেশায় একজন টাইলস মিন্ত্রী এবং আসামী মোঃ সুলতান বাদশা ভিকটিমের বাড়ীতে টাইল্স এর কাজ করিতে গিয়ে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ভিকটিমের মোবাইল ফোনে ধারণকৃত অর্ধনগ্ন ছবি ভিডিও ক্লিপ উপরোক্ত ০১ নং আসামী তাহার মোবাইল ফোনে স্থানান্তর করে নিয়ে ভিকটিমকে বিভিন্ন সময়ে ভয় ভীতি দেখিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করিতে থাকে।

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন জানান, এক জন ধর্ষণ মামলার আসামী কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পান করা হয়েছে।