বগুড়ায় তারেক রহমানের বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতি সভা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করেছে জেলা ছাত্রদল।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দলীয় কার্যালয়ে সদর আসনের দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের সকল সদস্যদের নিয়ে এই নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।