বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে পার্লস পাঠশালার আয়োজনে শিশু কিশোরদের চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ ডিসেম্বর) শনিবার জলেশ্বরী তলা টাউন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পার্লস পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি শিশির মোস্তাফিজ এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আতিকুর রহমান মিঠু সভাপতি বগুড়া ইয়ুথ কয়্যার, মোঃ রফিকুল ইসলাম (জুয়েল) ব্যবস্হাপনা পরিচালক জুলেল লজ প্রোপাটিজ, এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক শ্যামল মাহমুদ, প্রিন্স হাবীব, সাতরং আর্টস্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক চন্দন কুমার রায়, ইচ্ছ তুলি আর্ট স্কুল এর আবু লায়েছ নিস্কন, আঁকিবুঁকি আর্ট স্কুল এর প্রতিষ্ঠাতা আবদুল মোমিন সুজন, আর্ট প্রশিস্কক মোসুমী রহমান, সাংবাদিক আবু বকর ছিদ্দিক, পার্লস কো- অপারেটিভ সোসাইটি সাবেক সভাপতি তাসনিয়া আক্তার রিতু, সাবেক সাধারন সম্পাদক কামরুন নাহার কেমি, নজরুল ইসলাম বিপুল, ইফতিহা রহমান সূরমী, আবদুল রহিম প্রমুখ।

 

প্রতিযোগিতায় ক গ্রুপে “ইচ্ছা মত আঁক” প্রথম হয়েছে, মিরদাহ রাব্বী আকশা, ২য় হয়েছে আদিয়াত হাসান, ৩য় হয়েছে তাজরিয়ান মোস্তাফিজ রুশতি ছোঁয়া।

 

খ গ্রুপ “ফুলে ফুলে সৃতি সৌধ” ১ম হয়েছে সমিহা ইসলাম রাকা, ২য় হয়েছে রাদিয়া নাওয়াল খান, ৩য় হয়েছে আয়েশা মেহজাবিন।

 

গ -গ্রুপ “শীতের সকাল” ১ম হয়েছে রুকাইয়া, ২য় হয়েছে আলী আহমেদ সাইফ, ৩য় হয়েছে নেয়ামা রাব্বি ইরাম।

 

ঘ – গ্রুপ “আমার বিজয়” ১ম হয়েছে তাবাসসুম তিশা, ২য় হয়েছে জামিলা আজমি, ৩য় হয়েছে অর্নিকা গৌর।

ঙ- বিভাগ “জাতীয় ফুল বিলের দৃশ্য”

১ম হয়েছে আতকিয়া আনজুম, ২য় হয়েছে রেজবিন ইসলাম, ৩য় হয়েছে হুমায়রা জান্নাত নিহা।

২ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে আয়োজন প্রানবন্ত করে তুলে। উপস্থিত শিশুদের আবৃত্তি আরো প্রানোবন্ত করে তুলে আয়োজনকে। সকল অংশগ্রহণ কারী শিশুদের উপহার প্রদান করা হয় পার্লস পাঠশালার পক্ষ থেকে। সেই সাথে বিজয়ীদের সনদ ও ক্রেষ্ট উপহার হিসেবে প্রদান করা হয়।