ঘিওরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিপণন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার ২৫ আগষ্ট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একাধিক অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্থানীয় সচেতন মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও ফসলি জমি হুমকির মুখে ফেলেছিল অবৈধ বালু খেকোরা। প্রশাসনের এমন উদ্যোগে জনস্বার্থ রক্ষা পাবে।