ঢাকায় নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকালে ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের টিকরপুরে নির্মাণাধীন আইটি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সিএনজি যাত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঢালেরপাড় গ্রামের লিয়াজ উদ্দিনের ছেলে সামছু খান (২৮) ও অপরজন অজ্ঞাত পরিচয়ের ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি সিএনজিতে পাঁচজন যাত্রীসহ চালক দোহারে আসছিলেন। পথে নবাবগঞ্জের আগলা ইউনিয়নের টিকরপুরে নির্মাণাধীন আইটি পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যায়। সিএনজি চালকও পালিয়ে গেছেন। নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে সিএনজিটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।