দিনাজপুর জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

১৭ মে শনিবার বিকেলে শহরের লিলিমোড়স্থ লুৎফর নেছা টাওয়ার মার্কেটে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান পৌর যুবদলের সদস্য সুমন ইসলাম, ছাত্রদলের নয়ন ও শুভ, আইনুল ইসলাম, ফরিদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্ত মতে দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেয় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউর রহমান রেজা দিনাজপুর জেলা শাখা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রুবেল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ১৭ মে শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।