দোহারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, পলাতক ১

ঢাকার দোহার উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

আজ শনিবার (১৪ জুন) সকালে প্রধান আসামিসহ দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে আরো একজন । গ্রেফতারকৃতরা হলো, উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকার খলিলের ছেলে রায়হান (২২) ও বদর উদ্দিনের ছেলে ফরিদ (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার লটাখোলা বিলের পাড় এলাকার খলিলের ছেলে রায়হান একই এলাকার করিমের (ছদ্মনাম) মেয়ে বিথীকে (ছদ্মনাম) স্কুলে যাওয়া আসার সময় বিরক্ত করতো। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে ধর্ষণ করে বিথীকে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারন করে রাখে রায়হান। ধর্ষণ ও গোপনে ভিডিও ধারন করতে রায়হানকে সহযোগিতা করে তার দুই সহযোগী ফরিদ ও রাকিব। ধর্ষণের ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিথীর (ছদ্মনাম) থেকে দুই লক্ষ দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্লাকমেইল করে ধর্ষণ অব্যাহত রেখে চলে রায়হান ও তার সহযোগিরা। সর্বশেষ গত ১ জুন দোহার পৌরসভা এলাকার একটি বাউন্ডারি করা বাড়িতে নিয়ে ব্লাকমেইল করে ধর্ষণ করে বিথীকে।

পরবর্তীতে বিথীর (ছদ্মনাম) বাবা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে মোট তিন জনের নামে দোহার থানায় মামলা করেন।

এ বিষয়ে দোহার থানার এসআই মো. সাদিক বলেন, দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ৩নং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।