ধামরাইয়ে সাংবাদিকের পায়ের রগ কেটে হত্যা চেষ্টা।

ঢাকার ধামরাইয়ে আব্দুল মান্নান নামে এক সাংবাদিককে চাইনিজ চাপাটি দিয়ে কুপিয়ে-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বটতলায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আহত সাংবাদিকের বড় ভাই আব্দুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত আব্দুল মান্নান সংবাদ দিগন্তের ধামরাই প্রতিনিধি।তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটতলা থেকে বাড়ির দিকে যাওয়ার পথে ফাকা স্থানে ৬/৭ জন মুখোশ ধারি সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাথারি মারধর করে ও চাপাটি দিয়ে কুপিয়ে জখম করে। আহত সাংবাদিকের ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে সাটুরিয়া হাসপাতালে নিয়ে যায়।
আহত সাংবাদিকের বড় ভাই আব্দুল হক বলেন,আমার ছোট ভাই গতকাল রাতে বাড়ি ফেরার পথে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ওই মুখোশ ধারি সন্ত্রাসীরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আমার ভাই কে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
এবিষয় কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।