ধুনটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৩

ধুনটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৩

ধুনট বগুড়া প্রতিনিধি:ধুনটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।         বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন – নূর হাবিব, বোরহান উদ্দিন ও আকরাম হোসেন। তারা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় বড়িয়া গ্রামের হারুনার রশিদ রেজা বাদী হয়ে বুধবার দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি শুভ (২৫), সিলু (২৬), জিয়া (৪৫), দিলেরা খাতুন (৪০) ও রাব্বী (২৫)-কে বিবাদী করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, হারুনার রশিদ রেজা পারলক্ষীপুর মৌজার জে.এল-১৩, খতিয়ান সি.এস-৮৫০, এস.এ-১৪৪, ডিপি নং-১৫৮০, সাবেক দাগ ৭২৪ (হালে ১২৪৯) এর অন্তর্ভুক্ত ধানী শ্রেণির মোট ১০ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বুধবার সকালে একই গ্রামের মৃত মোজা মিয়ার ছেলে জিয়া ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে মারপিটের ঘটনা ঘটে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলায় নূর হাবিব, বোরহান উদ্দিন ও আকরাম হোসেন গুরুতর আহত হন।

‎অপরদিকে, ভুক্তভোগী নূর হাবিব জানান, সকালে তিনি তার জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরো দুইজন আহত হয়।

‎হারুনার রশিদ রেজা বলেন, “আমরাদের  দলিলকৃত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। যদি তারা বৈধ কাগজ দেখাতে পারে, আমরা জমি ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু জোরপূর্বক হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

‎ এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”