বগুড়ায় সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন সাবেক নেতা শুভ সহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান (শুভ) (৩৫) সহ উপজেলা আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

আজ সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১২ টার সময় শেরপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে আরিফুল রহমান শুভকে ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম (৩২)কে কুসুম্বি ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকা থেকে এবং ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক (মৃদুল)(২৬) কে পৌর শহর উলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন শেরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন ইসলাম। তিনি দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকা কে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।