বগুড়ার শেরপুরে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

Oplus_131072

বগুড়া শেরপুর উপজেলার ধুনট মোর জামে মসজিদের পশ্চিম পার্শে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের বাসায় চুরি।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক সোয়া দুই ঘটিকার সময় নাটোর জেলার সিংড়া থানার কর্মরত কর্মকর্তা এসআই কামরুজ্জামানের নিজ বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চুরির শিকার পুলিশ কর্মকর্তা হলেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত এ চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী এসআই মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে বিশেষ প্রয়োজনে স্ত্রী শেরপুর বাসস্ট্যান্ড ডাচবাংলা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাসায় আসেন পরে বাসার প্রয়োজনীয় কাজ শেষে রাতে স্বামীর সাথে ফোনে কথা বলে স্বামীকে বলেন আমার শরীর অসুস্থ আমি ঘুমিয়ে পড়লাম সে তখন শরীর অসুস্থ র জন্য ঘুমিয়ে পড়েন।
রাতে সোয়া ২টার সময় শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল ওয়াল টপকে পালিয়ে যায়।

এ সময় বাসায় ঘরের মধ্যে টাকা রাখার ব্যাগের মধ্যে থেকে নগদ দুই লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ওসি মো. ইব্রাহীম আলী বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের চুরির ঘটনা আমাদেরও বিস্মিত করেছে। বাড়ির ভেন্টিলেটার ভেঙ্গে চোর প্রবেশ করে চুরি করার কৌশলটি অভিনব ও বিরল। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত এ চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলেন, যখন একজন পুলিশ কর্মকর্তার বাসায় এভাবে চুরি হতে পারে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া স্বাভাবিক।