বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে টানা ধর্ষণে ৮ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী! ধর্ষণকারী গ্রেফতার

Oplus_131072

বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে আলফী আমিন (২৮) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে ১ অক্টোবর ওই কিশোরী বাদী হয়ে আলভীকে আসামি করে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছেন। আলভী আমিন শেরপুর থানার ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

কিশোরীর মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ও ধর্ষণকারী আলভী একই সাথে লেখাপড়া করতো সেই সূত্রে তাদের প্রেমের সম্পর্ক হয়। একই এলাকায় বাড়ি হওয়ায় গত ৩১জানুয়ারি ২০২৫ ছদ্মনাম পিয়া খাতুন আসামি আলভীর বাড়িতে কেউ না থাকায় ভবানীপুর গ্রামে আলভীর নিজ ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানানি হলে গতকাল মঙ্গলবার রাতে ছদ্মনাম (প্রিয়া) শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরে তদন্তকারী কর্মকর্তা এস আই সিয়াম ও এস আই সইফ অভিযান চালিয়ে ঐ রাতেই মামলার আসামি আলভী আমিন কে গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, গতকাল রাতে ওই কিশোরী একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঐ মামলায় আলভী আমিনকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ার শেষে তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।