বগুড়ার শেরপুরে সিধ কেটে এক রাতে ছয় বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী!

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং গ্রামজুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুরি হওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছে তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মোঃ মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, আবুল কুদ্দুস এর ছেলে মিজান এবং ছাতিয়ানী গ্রামের এশার মন্ডলের ছেলে আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি ও আলহাজ্ব নসির উদ্দিনের জামাতা আল মাহমুদের বাড়ি।

স্থানীয়রা জানান, গভীর রাতে চোরের দল ঘরের চালা বা দেওয়ালে ‘সিধ’ কেটে ঘরে প্রবেশ করে। ঘর থেকে মোবাইল ফোন (এন্ড্রয়েড ও বাটন), নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে তারা।

ভুক্তভোগী মোঃ মুকুল বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরে সিধ কাটা, আমার মোবাইল ফোন নেই। সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবককে ঘুরে বেড়াতে দেখা গেছে। আমার ধারণা, তাদেরই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত।

এ বিষয়ে খানপুর ইউনিয়নের বিট পুলিশ অফিসার এস আই মো. আমিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হবে