বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের ১৪ বছর পরে কমিটি গঠন

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের কমিটি দীর্ঘ ১৪ বছর পর ঘোষণা করা হলো এই নতুন আহ্বায়ক কমিটিতে নাসিফ ওয়াহিদ প্রান্ত কে আহ্বায়ক ও রাকিবুল হাসান রাব্বি কে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় বগুড়া জেলা কমিটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
আজ ৭ জানুয়ারি বুধবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানা গেছে ।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুন কমিটি আসায় পৌর ছাত্রদল নেতা- কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।
নব-নির্বাচিত আহ্বায়ক নাসিফ ওয়াহিদ প্রান্ত ও সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করেন।

এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের কর্মসূচি বাস্তবায়নে পৌর ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।