বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হাসান বাসির

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এক মাসের ব্যবধানে পুনরায় বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির। তার নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের ফলেই সদর থানা আইনশৃঙ্খলা রক্ষায় একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ওসি হাসান বাসির দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদক নির্মূল, যানবাহন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সদর থানার পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে নাগরিকদের নিরাপদ রাখতে সচেষ্ট রয়েছেন।

পুরস্কারপ্রাপ্তির পর ওসি হাসান বাসির বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো সদর থানা পুলিশের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জিদান আল মুসা পিপিএম স্যারকে, যিনি সর্বদা আমাদের কাজের প্রেরণার উৎস হয়ে আছেন।”

তিনি আরও বলেন, “বৃহৎ বগুড়া সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার সহকর্মীবৃন্দসহ যারা পাশে থেকে সহযোগিতা করছেন, তাদের সকলের প্রতিই আমি কৃতজ্ঞ।”

বগুড়া বাসীর নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে ওসি হাসান বাসিরের এই ধারাবাহিক সাফল্য জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। স্থানীয় জনসাধারণ তার এই অর্জনে সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন।