বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জার্নালিস্ট ফোরামের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বগুড়া জার্নালিস্ট ফোরাম (বিজেএফ)।এক শোকবার্তায় ফোরামের সভাপতি এহসান পারভেজ তুহিন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার জন্য আমাদের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া৷ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক প্রভাবশালী ও সাহসী নেতৃত্ব। গণতন্ত্র ও সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।তারা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহতদের এই দুঃসময়ে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।