শেরপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ৪ মামলায় গ্রেফতার

বগুড়ার শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরান কে ৪ মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

বগুড়ার শেরপুর থানায় গত ২রা নভেম্বর ২০২৪ মামলা নাম্বার ২ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে তদন্তকারী কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন গত কাল ঢাকায় আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি ধুনট থানায় একটি শেরপুর থানায় দুটি মোট চারটি মামলায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মুঈনদ্দিন দৈনিক দৃষ্টি প্রতিদিনকে জানান, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া জেলায় অন্য থানার আরো দুটি মামলা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পূরণ করা হয়েছে।