সিরাজগঞ্জের তাড়াশ রানীরহাট এলাকায় নিত্য শিল্পী গণধর্ষণ শিকার গ্রেফতার ১

Oplus_131072

সিরাজগঞ্জের তাড়াশে (ছদ্মনাম কল্পনা) (২০) নামের এক নিত্য শিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রফিকুল ইসলাম নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের রানীহাট এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৫ মে বগুড়া জেলার শেরপুর এলাকার গাড়িদহ বসবাসরত ওই নিত্য শিল্পী তাড়াশ উপজেলার রানীহাট এলাকায় এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসার সময় ঐ এলাকায় আসলে পথের মধ্যে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে জোরপূর্বক কয়েকজন তাকে নেমে নেয়।
পরে ঐ রাতে রানিহাট গ্রামের কফিল উদ্দিন, বিশালপুর ইউনিয়নের বেওড়া পাড়া গ্রামের রফিকুল ইসলাম ও এনামুল হক এনা সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন ওই নৃত্য শিল্পী কে রানিহাট হাই স্কুল মাঠে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপ কর জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে মামলা হলে শনিবার ভোরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম কে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে।