বগুড়া ক্যান্টনমেন্ট এয়ারফিল্ড ও কেপিআইভুক্ত এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ব্যবহার করলে আইনগত ব্যবস্থা

বগুড়া জেলার ক্যান্টনমেন্ট এয়ারফিল্ড( বিমান বাহিনীর রানওয়ে) ও কেপিআইভুক্ত এলাকায় সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া ড্রোন বা ড্রোন জাতীয় কোন কিছু ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। ২৭ নভেম্বর সন্ধ্যায় ডিসি বগুড়ার ফেসবুক পেইজে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেসবুক পেইজে তিনি জানান বগুড়া জেলার এরুলিয়া Airfield  এর উপর দিয়ে বেসরকারিভাবে ড্রোন উড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি, লেজার লাইট নিক্ষেপ এবং রানওয়ের উপর দিয়ে ঘুড়ি উড়ানোর কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে যা উক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করছে। এমতাবস্থায় বগুড়া জেলার সকল গূরুত্বপূর্ণ স্থাপনা ((Cantonment, Airfield, KPI Institutions ) এর উপর দিয়ে অনুমোদন ছাড়া ড্রোন বা এজাতীয় কিছু উড়ালে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।