সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধুনটে দোয়া মাহফিল।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধুনটে দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আপোষহীন দেশনেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নেতা মোঃ জহুরুল ইসলাম বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন, গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ, সহকারী সুপার মাওলানা আবু সুফিয়ান, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আব্দুল বারী, রজিবুল হক, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম রতন, উপজেলা ছাত্রদল নেতা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।