বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিন সহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে ধুনট মোর এলাকার ঢাকা- রংপুর মহাসড়কে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেলের সজিব শাহরিন এর নেতৃত্বে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী ও এস আই বিকাশ গোপন সংবাদ এর ভিত্তিতে।

১৩ জানুয়ারি রাত সাড়ে ১১ টার সময় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় ঢাকাগামী একটি পিকআপ গাড়ি হতে ৬০০ বোতল ফেন্সিডিন সহ গাড়ির ড্রাইভার ও হেলপার কে গ্রেফতার ও গাড়ি জব্দ করেছে শেরপুর থানা পুলিশ।

জব্দকৃত গাড়ির রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-১৭ -৪৯০৬ আসামি দুজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায় নাই।

এস আই বিকাশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা শেরপুর থানার ওসি মো: ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল স্যারের নেতৃত্বে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে আইনি পদক্ষেপ শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।।