বগুড়ার শেরপুরে বেড়েই চলেছে চুরি ছিনতাইয়ের ঘটনা আবারও গাছ ফেলে অটোরিক্সা ছিনতাই

‎বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর–শেরুয়া বটতলা সড়কে ভোররাতে গাছ কেটে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
‎ভুক্তভোগী অটোরিক্সা চালক মো. দুলাল হোসেন (৫০) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অটোরিক্সা নিয়ে ভবানীপুর সড়কে পৌঁছালে আগে থেকেই গাছের গুঁড়ি ফেলে রাখা একটি সংঘবদ্ধ ডাকাত দল তার পথরোধ করে। এ সময় তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে পালিয়ে যায়।
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ভবানীপুর ও বিশালপুর এলাকায় পুলিশের চারটি ইউনিট নিয়মিত টহলে নিয়োজিত রয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সড়কে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে এবং দ্রুত তা স্থাপন করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।