দোহারে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার নামে এক বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন এবং বাহ্রা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

আজ বুধবার (০২ জুলাই) সকালে উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের ভাতিজা শাহিন জানায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে বের হলে হঠাৎ তিন যুবক এসে তাকে উদ্দেশ্য করে গুলি করে চলে যায় এবং তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, নিহতের শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।