বগুড়ার শেরপুরে “ত্রয়োদশ জাতীয় নির্বাচন তরুণ সমাজের ভাবনা” তরুণদের আয়োজনে আলোচনা সভা

বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের বনমরিচা তরুণ সমাজের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং তরুণ সমাজের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গাড়িদহ ইউনিয়নের বনমরিচা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়।
এতে স্থানীয় তরুণরা জাতীয় নির্বাচনে তরুণদের অংশগ্রহণ, করণীয় ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নিবাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক শোহানুর রহমান লাভলু, উপজেলা বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম সবুজ, বগুড়া জেলা যুবদলে সদস্য আরিফুর রহমান তালাশ শেরপুর উপজেলা যুবদল নেতা এনার্জি হোসেন সহ বনমরিচা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ রূপকার। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দায়িত্বশীল ভূমিকা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।