শেরপুরে সাবেক এমপি সিরাজের জন্মদিন উপলক্ষে ফ্রি ইন্টারনেট সেবা উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমী এক ‘ডিজিটাল উপহার’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তির সাথে সাধারণ মানুষকে যুক্ত করতে এবং জনসেবার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ ও ৬ আসনের বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অপরিসীম, সাবেক এমপি জিএম সিরাজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা জরুরি প্রয়োজনে উচ্চগতির ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে এ সেবার পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।